নিজস্ব প্রতিবেদন:  ‘ আমাকে কিছু জানানোই হয়নি, তার আগেই সরিয়ে দেওয়া হল।’  প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ায় অভিমানী  অধীর চৌধুরী।  প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান করা হল অধীররঞ্জন চৌধুরীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  স্ত্রীর গুপ্তরোগ, বন্ধুর কথা শুনে রাস্তায় স্ত্রীর পিছনে হাঁটছিলেন স্বামী-তাতেই কাজ হাসিল!


অধীর চৌধুরীর অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস ক্রমশ ক্ষমতা হারাচ্ছিল বলে বার বার অভিযোগ উঠছিল। বিষয়টি হাইকম্যান্ডের  কানেও গিয়েছিল। অধীর জমানায় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন বেশ কয়েকজন প্রভাবশালী কংগ্রেস নেতা। একার সিদ্ধান্তে তীব্র তৃণমূল বিরোধিতা চালিয়ে যাচ্ছেন অধীর চৌধুরী।


আরও পড়ুন: ঘরে মা, বাবা ও মায়ের পুরুষ বন্ধু! পুজোর বাজার সেরে ফেরার পর তিন জনকে ঘরের মধ্যে যে অবস্থায় দেখলেন ছেলেমেয়ে


পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে অভিমানের সুরই ধরা পড়ল অধীরের গলায়। তিনি জানালেন, এবিষয়ে আগে থেকে তিনি কিছুই জানতেন না। কোনও কিছু আগে থেকে না জানিয়েও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে।


আরও পড়ুন: তুমি আমাকে বুঝলে না, এই অনুচ্চারিত শব্দ বুঝেছে  আদালত, এই দম্পতির বিয়ে বাঁচাতে প্রশংসনীয় পদক্ষেপ বীরভূমের বিচারকের


সোমেন মিত্র এর আগে ১৯৯২-১৯৯৮ সাল পর্যন্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।  তিনি সভাপতি থাকাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেন।