নিজস্ব প্রতিবেদন: অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যত্ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুলের ইঙ্গিত ডিসেম্বরে তিন রাজ্যের নির্বাচনে বিজেপির ফল ভাল হলে গেরুয়া শিবির যোগ দিতে পারেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মুকুল রায় বলেন, তিন রাজ্যের নির্বাচনে কংগ্রেস ভাল ফল করতে না পারলে দলের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠবেই। অধীর মনেপ্রাণে বর্তমান রাজ্য সরকারের বিরোধী। মমতার জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার তিনি। ফলে তখন বিজেপি ছাড়া অধীরের কাছে কোনও বিকল্প থাকবে না। 


আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা, বাতিল বহু ট্রেন, বদলে গেল সময়সূচি


তবে অধীরবাবু বিজেপিতে যোগদান করবেন কি না তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি মুকুল রায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে একদিকে যেমন অধীর চৌধুরীকে নিজেদের দিকে টানলেন মুকুল তেমনই ঘুরিয়ে কংগ্রেসকে তৃণমূলের বি টিম হিসাবে তুলে ধরলেন তিনি। বুঝিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতা করার ক্ষমতা বিজেপি ছাড়া কারও নেই। 


মত্ত বাবার অত্যাচারে অতিষ্ট মেয়ে, আত্মহত্যার চেষ্টা! শাস্তি চেয়ে পুলিসের দ্বারস্থ কিশোরী


অধীরের চৌধুরীর বিজেপিতে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা করেছিল। অধীর অনুগামী হুমায়ুন কবীর বিজেপিতে যোগ দিলে সেই জল্পনা জোর পায়। তবে অধীরবাবু এই নিয়ে বরাবর যাবতীয় প্রশ্ন এড়িয়েই গিয়েছেন। এরই মধ্যে গত মাসে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধীরকে। এর পর প্রশ্নের মুখে পড়ে এক সময় মুর্শিদাবাদের বেতাজ বাদশা বলে পরিচিত অধীরের রাজনৈতিক ভবিষ্যত্।