নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যে পুরভোট নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে তিনি তোপ দাগেন, "পশ্চিমবঙ্গে পুরভোট হয়নি। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের প্রতিটি পুরসভাতে দলীয় নেতাদের প্রশাসক করে বসিয়ে দেওয়া হয়েছে।" দ্রুত সব প্রশাসক বোর্ড খারিজ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় ৮টি পুরসভা রয়েছে। এখন পুরবোর্ডের মেয়াদ শেষের পর বেশিরভাগ পুরসভায় চেয়ারম্যান পদে থাকা ব্যক্তি-ই এখন পুর প্রশাসকের দায়িত্বে। যার তীব্র বিরোধিতা করেছেন অধীর চৌধুরী। তাঁর দাবি রাজনৈতিক নেতারা প্রশাসকের দায়িত্বে থাকায় ভোটের কর্মকাণ্ডে প্রভাব পড়বে। যদিও একথা মানতে নারাজ পুর প্রশাসকরা। এই আশঙ্কায় কংগ্রেস শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও শাসক শিবির তাতে আমল দিতে নারাজ। সব মিলিয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা।


আরও পড়ুন, Exclusive: নন্দীগ্রামে কে প্রার্থী হবে, তা বিজেপি ঠিক করবে: Suvendu


প্রসঙ্গত, ২০২০-র মার্চ-এপ্রিলে পুরভোট হওয়ার বিষয়ে কথাবার্তা চললেও, করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর দীর্ঘ লকডাউন। তারপর আনলক পর্ব শুরু হলেও এখনও পর্যন্ত পুরভোট হয়নি। এখন সামনে আসন্ন বিধানসভা ভোট।


আরও পড়ুন, 'পরাক্রম দিবস' নাম পছন্দ নয়, নেতাজীর জন্মদিনে রাজ্যে 'দেশনায়ক দিবস' পালন করবেন মমতা