নিজস্ব প্রতিবেদন: তালিবান কাবুল দখল নেওয়ার আগে থেকেই আতঙ্ক বাড়ছিল। গত ১৫ অগাস্ট কাবুলের পতনের পর তা বেড়ে যায় লাফিয়ে। গুলির আওয়াজ, ফাইটার বিমানের গর্জনকে পেছনে ফেলে শেষপর্যন্ত ঘরে ফিরলেন গোপালনগরের ৩ যুবক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Sundarban: নতুন করে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়


মার্কিন সেনাদের কোটারিংয়ের কাজে কাবুলে কাজে যোগ দিয়েছিলেন গোপালনগর পাল্লা পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামের বিদ্যুত্ বিশ্বাস, পলাশ সরকার এবং রঘুনাথপুরের বাসিন্দা প্রবীর সরকার। কাবুল এয়ারপোর্টোর কাছে মার্কিন সেনা ছাউনিতে তাঁরা কাজ করছিলেন। সোমবার গভীর রাতে তাঁরা ফেরেন গোপালনগরের বাড়িতে। সকাল থেকেই তাদের বাড়িতে ভিড় জমিয়েছে এলাকার মানুষজন।


বাড়িতে ফিরে কাবুলের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিবার এবং সংবাদমাধ্যমের সঙ্গে। তারা জানিয়েছেন, এই কদিন প্রবল আতঙ্কের মধ্যেই ছিলেন তারা। প্রায়ই গুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল। তানিবানের হামলার বিভিন্ন খবর কানেও আসছিল। একসময় মনে হয়েছিল, হয়তো আর বাড়ি ফেরা হবে না। কাবুল পতনের পর সিদ্ধান্ত নিয়ে নেন বাড়ি ফিরে যাবেন। কারণ তালিবান জানিয়ে দিয়েছে ৩১ অগাস্টের মধ্যে সব বিদেশিকে আফগানিস্তান ছেড়ে চলে যেতে হবে।


আরও পড়ুন-Vaccination: আগে এলে আগে টিকা, 'স্লট টাইমিং' উঠে পুরনো নীতিই বহাল  


এদিকে ঘরে ফিরতে চাইলে কোম্পানি মোটা মাইনে দেওয়ার কথা জানায়। বলা হয় ১৫ দিনের জন্য ৫ হাজার ডলার দেওয়া হবে। কিন্তু তাকে গুরুত্ব দেননি ওই তিনজন। ঘরে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। শেষপর্যন্ত কাবুল থেকে কাতার হয়ে বাড়ি ফেরেন। তাদের পেয়ে আতঙ্কমুক্ত পরিবারের লোকজন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)