মৌপিয়া নন্দী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যতে (Mahananda Wildlife Sanctuary) রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) ফেরাতে কয়েক বছর আগেই উদ্যোগ শুরু করেছিল বন দফতর। ব্যাঘ্র সংরক্ষণে আরও এক ধাপ এগোল তারা। দীর্ঘ ২০ বছর পর রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল। এর আগে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক (Neora Valley National Park) ও বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) আগেই ঐতিহ্যের 'মহা বাঘ'-এর হদিশ মিলেছিল। এবার বন দফতরের আধিকারিকরা ক্যামেরার লেন্সে এক বিশাল চেহারার রয়্যাল বেঙ্গল টাইগারকে ফ্রেমবন্দি করলেন।  


মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের কিছুটা দূরেই শালুগাড়া আর্মি ক্যাম্প। সেখানে শেষবার ১৯৯৯ সালের দিকে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গিয়েছিল। তবে বন দফতরের আধিকারিকদের মতে সেটা ছিল 'বুড়ো বাঘ'। এরপর ২০১০ সালের দিকে বাঘের অস্তিত্ব টের পেয়েছিলেন বন দফতরের আধিকারিকরা। তবে সেই রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি পাওয়া যায় নি। যদিও সেই সাধ এবার দীর্ঘ ২৪ বছর পর পূর্ণ হল। 


পশ্চিমবঙ্গের বন দফতরের মুখ্য আধিকারিক দেবল রায় বলেছেন, "আশাকরি আগামী জুলাই মাসের মধ্যে আরও কিছু রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখতে পাব। এবং ছবি সংগ্রহ করার চেষ্টা করব। সেই সময়ের পরেই আমরা আরও রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব সম্পর্কে জানতে পারব।" 


আরও পড়ুন: Katwa:মাত্র ৩০ টাকায় একগোছা গোলাপ! কাঠফাটা বৈশাখে হঠাৎই বসন্তের হানা বাংলায়...


আরও পড়ুন: 'গরমে অসুখ বাড়ে, নুন-লেবু জল খান, মাস্ক পরুন', দাওয়াই মুখ্যমন্ত্রীর


কোন পথ দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যতে আসছে, সেটাও জানিয়ে দিলেন দেবল রায়। তিনি ফের যোগ করেন, "কালিম্পংয়ের মাধ্যমে মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যর সঙ্গে নেওড়া ভ্যালি যুক্ত আছে। সেই পথ দিয়েই রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা।"  


দেশে প্রতি ৪ বছর ছাড়া বাঘ-শুমারি হয়। ২০১৯ সালের হিসেব অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত ভারতে বাঘের মোট সংখ্যা ছিল ২ হাজার ৯৬৭। এরপর ২০২২ সালে দেশের ২০টি রাজ্যের সমস্ত জঙ্গল, জাতীয় উদ্যান, অভয়ারণ্যের ৩২ হাজার ৫৮৮টি জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। তাতেই ৯৭ হাজার ৩৯৯ টি ছবি উঠেছিল। সেই সমস্ত ছবি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশজুড়ে অন্তত ৩ হাজার ১৬৭টি বাঘ রয়েছে। যার মধ্যে বাংলার সুন্দরবনেই রয়েছে ১০০টি। এছাড়াও উত্তরবঙ্গের বক্সা, নেওড়া ভ্যালি এবং মহানন্দা অভয়ারণ্যেও বাঘের বাসস্থানের প্রমাণ পাওয়া গিয়েছিল। আর এবার মহানন্দা অভয়ারণ্যে মিলল রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও সেই জায়গাগুলিতে কতগুলি বাঘের বাস, সেটা নির্দিষ্ট করে জানানো হয়নি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)