Kalna: বাজার থেকে কেনা ছানা খেয়ে বিপত্তি! একই পরিবারের ৬ জনের `ভয়ঙ্কর` পরিণতি
কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতনবাবু জানান, প্রাথমিক ভাবে ফুড পয়েজিনিং বলে মনে হচ্ছে। বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে অসুস্থদের বমির স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হবে।
সঞ্জয় রাজবংশী: বাজার থেকে আনা ছানা খেয়ে অসুস্থ একই পরিবারের ছ'জন। অসুস্থরা পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালে ভর্তি। ছানা থেকেই বিষক্রিয়া হয়েছে বলে অনুমান চিকিৎসকদের। গোটা ঘটনায় কালনার যোগীপাড়া এলাকায় চাঞ্চল্য।
রোগীদের পরিবার সূত্রে খবর, রবিবার বাজার থেকে ছানা আনা হয়েছিল। সেই ছানা রান্না করে খেতেই তাঁদের পেটে ব্যথা শুরু হয়। তাঁরা বমিও করতে থাকে। এরপর পরিবারের দু'জনকে প্রথমে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আরও চারজনকে ভর্তি করা হয়।
সকলের অবস্থা আপাতত স্থিতিশীল। কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতনবাবু জানান, প্রাথমিক ভাবে ফুড পয়েজিনিং বলে মনে হচ্ছে। বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে অসুস্থদের বমির স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হবে।