নিজস্ব প্রতিবেদন: টার্গেট একুশ। লোকসভা ভোটে উত্তরবঙ্গে শক্তি বুঝিয়েছিল বিজেপি। রাজ্যে সরকার বদলের ভোটের আগে সেই উত্তরেই নজর বিজেপির। এবার নবান্নর ছকে উত্তরকন্যা অভিযানের পরিকল্পনা নিয়েছে তারা। কর্মসংস্থান, দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে ২৪ বা ২৫ নভেম্বর কর্মসূচি। তার আগে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্গাপুজোর আগে নবান্ন অভিযান। কালীপুজোর পর এবার উত্তরকন্যা অভিযানের পরিকল্পনা রাজ্য বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের লাগাতার রাস্তায় রাখতে চাইছে বিজেপি। এখনও পর্যন্ত ঠিক আছে ২৪ অথবা ২৫ নভেম্বর নেওয়া হবে কর্মসূচি। উত্তরবঙ্গের সব জেলা থেকে শিলিগুড়িতে জড়ো হবেন দলীয় কর্মীরা। নবান্ন অভিযানের মতোই উত্তরবঙ্গেও কর্মসূচি আয়োজনের দায়িত্বে বিজেপির যুব ও মহিলা মোর্চা। অন্যদিকে, নবান্ন অভিযানে যে কর্মীরা পুলিসের মার খেয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। 


লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ৩৮টি আসনেই এগিয়েছিল বিজেপি। তবে মাসছয়েকের মধ্যেই কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হেরে যায় তারা। পুজোর ঠিক আগেই, শিলিগুড়ি ঘুরে যান জেপি নাড্ডা। কর্মীদের বুঝিয়ে দিয়ে যান কোনওরকম শিথিলতা চলবে না। তারপরই উত্তরকন্যা অভিযানের ঘোষণা। যেখানে কর্মসংস্থান, দুর্নীতি বা ওবিসি সংরক্ষণের মতো বিষয়গুলির সঙ্গেই উত্তরবঙ্গের নিজস্ব ইস্যু জুড়ে দিতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,''উত্তরবঙ্গে পিছিয়ে পড়া তপশীলি জাতি-উপজাতির সংরক্ষণে মুসলিমদের ঢুকিয়ে দিয়েছে সরকার। রাজ্যে চাকরি নেই।''      


নভেম্বরের গোড়াতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিজেপির উত্তরকন্যা অভিযানে সময় রাজ্যপালের থাকার কথা পাহাড়ে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না পদ্মশিবির।


আরও পড়ুন- চাই চাকরি, লক্ষ্মীপুজোয় ডিসেম্বরে বাংলায় শিল্প সম্মেলনের ঘোষণা BJP-র