Canning: ফেসবুকে প্রথম আলাপেই `পছন্দ`, এক তরফা ভালবাসায় `চরম` পদক্ষেপ যুবকের
শনিবার ওই কলেজ ছাত্রীর সঙ্গে দেখা করতে যায় যুবক। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় মেয়েটি।
নিজস্ব প্রতিবেদন: প্রেম প্রত্যাখ্যান করেন তরুণী। আর প্রেমিকার মুখ থেকে না শুনে, 'ভয়ঙ্কর' পদক্ষেপ নিল এক যুবক। প্রেমকার সামনেই নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করল সে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার কুরালি এলাকায়। আহত যুবকে নাম খোকন নস্কর। সে ক্যানিং থানার সাতমুখি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, বারুইপুর থানার কুরালি এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকে তার আলাপ হয়। শনিবার ওই কলেজ ছাত্রীর সঙ্গে দেখা করতে যায় খোকন নস্কর। প্রেমের প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেয় মেয়েটি। প্রেমিকার সেই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি যুবক।
মেয়েটির সামনে নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে সে। এরপর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই আহত যুবক।