`ইয়ার্কি হচ্ছে...` ট্রি অডিট নিয়ে সাধনকে কটাক্ষ ফিরহাদের
ট্রি অডিট আদৌ কি সম্ভব? পাল্টা প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। সোমবার তিনি বলেন, `ট্রি অডিট কি আদৌ সম্ভব? এটা কি ইয়ার্কি হচ্ছে?`
নিজস্ব প্রতিবেদন: আমপান বিপর্যয়ের পর শয়ে শয়ে গাছ পড়েছে কলকাতা শহরে। সেই গাছের গুঁড়ি গেল কোথায়? কোনও অডিট হয়েছে কী? এই প্রশ্ন তুলেছেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। আর তার জবাবেই এবার মুখ খুললেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। ট্রি অডিট আদৌ কি সম্ভব? পাল্টা প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। সোমবার তিনি বলেন, "ট্রি অডিট কি আদৌ সম্ভব? এটা কি ইয়ার্কি হচ্ছে?"
আরও পড়ুন: ক্ষত-বিক্ষত সুন্দরবনের ফুসফুস, চিকিত্সা না হলে মানচিত্র থেকে মুছে যেতে পারে ম্যানগ্রোভ
পাশাপাশি প্রায় অনেকাংশেই শিথিল হয়েছে সকডাউন। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে গণপরিবহন, শুরু হয়েছে বিকিকিনি। করোনা রুখতে তাই এবার বাজারে ফোকাস করতে চলেছে কলকাতা পুরসভা। প্রশাসক ফিরহাদের হাকিমের দাবি, বাজার থেকেই আবাসনে বেশিরভাগ কোভিড সংক্রমণ ঘটছে। আর তাই এবার থেকে প্রতিটা বাজারে মাস্ক-গ্লাভসের পাশাপাশি সোয়াব টেস্টও বাধ্যতামূলক করতে চাইছে কলকাতা পুরসভা। তিনি জানিয়েছেন, কারও স্বাসকষ্ট রয়েছে কীনা তা ঘরে ঘরে গিয়ে দেখা হবে।