নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারের বিজেপির নবান্ন অভিযানের জের। গতকালের হামলা ও ভাঙচুরের ঘটনার পর শুক্রবার সোনারপুর স্টেশন কার্যত দুর্গ। আজ স্টেশনে চত্বরজুড়ে কড়া প্রহরা। জিআরপি ও আরপিএফে ছয়লাপ স্টেশন চত্বর। প্ল্যাটফর্মে ঢোকার প্রতিটি এন্ট্রি পয়েন্টেই চলছে পুলিসি পাহারা। অশান্তি ঠেকাতে ১২ বগির স্পেশাল ট্রেন কমিয়ে ৪ বগির করে দেওয়া হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মণীশ খুনের নেপথ্যে প্রভাবশালী নেতা, ভিনরাজ্য থেকে ভাড়া করা হয়েছিল ৬ সুপারি কিলারকে


এ দিন কোনওভাবেই যাতে সাধারণ যাত্রীরা ট্রেনে উঠতে না পারেন তার জন্য প্রতি বগিতে জিআরপি ও আরপিএফ মোতায়েন করা হয়েছে। ট্রেনের প্রত্যেক যাত্রীর আইকার্ড দেখছেন টিকিট পরীক্ষকরা। গতকাল বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার জন্য জোর করে স্পেশাল ট্রেনে উঠতে যান কর্মী সমর্থকরা। বাধা দিলে ধুন্ধুমার বেঁধে যায়। ভাঙচুর করা হয় ট্রেন। পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস।