মণীশ খুনের নেপথ্যে প্রভাবশালী নেতা, ভিনরাজ্য থেকে ভাড়া করা হয়েছিল ৬ সুপারি কিলারকে
গোটা অপারেশনের মাস্টারমাইন্ডকে খুঁজতে ওই ছয় সুপারিকিলারের বয়ানই সাহায্য করবে বলে জানিয়েছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: মণীশ শুক্লা খুনে ফের নয়া তথ্য পুলিসের হাতে। সূত্রের খবর, এই ঘটনায় প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগ মিলিছে। জানা যাচ্ছে, পারিবারিক শত্রুতারকে কাজে লাগিয়েই খুন করা হয়েছে মণীশকে। ধৃত তিন অভিযুক্তকে দফায় দফায় জেরা করে পুলিস জানতে পেরেছে খুরম ও মণীশ শুক্লার বিবাদকে মূলধন করে ষড়যন্ত্রের জাল বোনে ওই রাজনৈতিক নেতা। ওই প্রভাবশালী নেতার প্ল্যান মাফিকই বাবার খুনের বদলা নেয় খুররাম। শুধু তাই নয়, মণীশকে খুন করতে ভাড়া করা হয়েছিল ভিন রাজ্যের ৬ সুপারিকিলারকে।
আরও পড়ুন: একদিনে ৭৫০-রও বেশি মানুষ কোভিডে আক্রান্ত, কলকাতায় ফের হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ
পুলিস সূত্রে খবর, এই ৬ জনকেই চিহ্নিত করেছে পুলিস। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি কে সেই প্রভাবশালী ব্যক্তি তাও জানার চেষ্টা করছে পুলিস। গোটা অপারেশনের মাস্টারমাইন্ডকে খুঁজতে ওই ছয় সুপারিকিলারের বয়ানই সাহায্য করবে বলে জানিয়েছে পুলিস।