নিজস্ব প্রতিবেদন:  ফের বীরভূমে বিস্ফোরণ। এবার সিউড়ির কেন্দুয়া গ্রামে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন এক ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাড়িতে ঢেকে দেওরকে মদ দিলেন বৌদি! তারপর যা করলেন...


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সিউড়ির কেন্দুয়া এলাকায় ডোবার পাশে বিস্ফোরণটি হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দের উত্স খুঁজে ডোবার সামনে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।  খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। আহত ব্যক্তিকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে।  শরীরের  বেশিরভাগ অংশ বিস্ফোরণে ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে।  


আরও পড়ুন: গুলিতে মৃত্যু হল বীরভূমের দাপুটে তৃণমূল নেতার! 


জানা গিয়েছে, ডোবার পাশে ময়লা ফেলা হত। সেখানে সন্ধ্যা হতেই বিভিন্ন অসামাজিক কাজকর্ম শুরু হত। আহত ব্যক্তি কোনও দুষ্কর্মের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। তাঁর পরিচয় জানারও চেষ্টা চলছে।  স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে সিউড়ি থানার পুলিস।


আরও পড়ুন: মোবাইল-প্রেমের গেরো, কিশোরের কপালে জুটল মায়ের থেকেও বয়সে বড় বউ


এদিকে,  বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ তৃণমূল ব্লক সভাপতি  দীপক ঘোষের মৃত্যু হয় সোমবার সকালে।  রবিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে   দুর্গাপুর মিশনারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে ২ টি  গুলি  বার করে চিকিত্সকরা। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ হয়ে দেয়। দুপুরে মৃত্যু হয় তাঁর।