নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত কাঁকিনাড়া। রাতভর বোমাবাজি এলাকায়। বোমার স্প্লিন্টারে আহত এএসআই।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিসের। পুলিসের লাঠির ঘায়ে আহত এলাকার কাউন্সিলর। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করছে না। অপরাধীদের গ্রেফতার করছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অপরাধীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করছে পুলিস। বাড়ি বাড়ি ঢুকে সাধারণ মানুষকেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের ওপর থেকে আস্থা হারাচ্ছেন বলে, প্রকাশ্যেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


বনগাঁ পুরসভায় সংখ্যাগরিষ্ঠ তারাই, নথি প্রকাশ করে দাবি বিজেপির


পরিস্থিতি উন্নতির তো জায়গাই নেই, বরং আরও খারাপ হচ্ছে ভাটপাড়া-কাঁকিনাড়ার পরিবেশ। মঙ্গলবার রাতে ফের কাঁকিনাড়ায় বোমাবাজি হয়। বিশেষ করে  কাঁকিনাড়ার  আর্য সমাজ থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত অবস্থা খুবই খারাপ। খোদ ভাটপাড়া থানার চারপাশেই একই অবস্থা। যদিও ভাটপাড়া থানার সামনে দোকানপাট  ও বাজার  খোলা। কিন্ত কাঁকিনাড়া বাজার আংশিক বন্ধ। ৮৫ নম্বর  বাস আর্য সমাজ থেকে বারাকপুর যাচ্ছে। ভাটপাড়া থেকে কাঁচড়াপাড়া যাচ্ছে না।


আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভাটপাড়া-কাঁকিনাড়ার বাসিন্দারা। স্কুল খুললেও বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরাও। আড়াই মাস ধরে আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা।