ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতে ছাত্রীর দেহ উদ্ধারের পর উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের পিয়ালি। অনাথ মণ্ডলকে গ্রেফতার করে পুলিস। তারপরেও রোষ এতটুকু কমেনি। ভাঙচুর চলে অনাথ মণ্ডলের বাড়িতে। শুক্রবার রাতে হামলা স্থানীয় তৃণমূল নেতা নন্দ গায়েনের মার্কেট কমপ্লেক্সে। শনিবার সকালেও এলাকায় বোমাবাজি হয়।


পাহাড়ে খুলল ব্যাঙ্ক, ইন্টারনেট কানেকশন না থাকায় কাজ হল না কিছুই


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারুইপুরের পিয়ালিতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার জের। এবার ভাঙচুর চলল স্থানীয় তৃণমূল নেতার মার্কেট কমপ্লেক্সে। জানা গিয়েছে, সেদিন রাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ওই নেতার লোকজন। তারই প্রতিশোধ নিতে এই হামলা বলে অভিযোগ। যদিও তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে সিপিএম।


তৃণমূল বলছে, এ ঘটনার পিছনে সিপিএম। যদিও এলাকায় শোনা যাচ্ছে অন্য কথা। বৃহস্পতিবার অনাথ মণ্ডলের বাড়িতে হামলার পিছনে ছিল নন্দ গায়েনের লোকজন। বাসিন্দাদের একাংশের বক্তব্য, তারই প্রতিশোধ নিতে নন্দ গায়েনের মার্কেট কমপ্লেক্সে হামলা চালিয়েছে। গোটা ঘটনার জেরে এলাকায় রয়েছে উত্তেজনা।