লরির ধাক্কায় কৃষকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার ঝাড়গ্রামে
ওয়েব ডেস্ক: বালি বোঝাই লরির ধাক্কায় কৃষকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার ঝাড়গ্রামে। মানিকপাড়ায় ক্ষুব্ধ জনতায় ৬টি লরি ভাঙচুর করে। দেহ আটকে শুরু হয় অবরোধ। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পুলিসও। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিস।
ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার গদি মোড়। সকালে বাজার যাচ্ছিলেন এক কৃষক। দুরন্ত গতিতে আসা লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বালির লরির দৌরাত্ম্য রাস্তায় চলাফেরাই দায়। পুলিসকে জানিয়ে কোনও লাভ হয় না। ক্ষুব্ধ মানুষ দেহ আটকে রাস্তা অবরোধ করেন। ক্ষুব্ধ জনতার একাংশ পর পর কয়েকটি বালির লরি ভাঙচুরও করে।
ঘটনাস্থলে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিস। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস। এদিনের মত পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, বেপরোয়া বালির গাড়ি নিয়ে এলাকাবাসীর ক্ষোভ বেড়েই চলেছে।