বালিঘাট নিয়ে ফের ধুন্ধুমার ময়ূরেশ্বরে
অবৈধ বালিখাদান ঘিরে ফের অশান্তি বীরভূমে। ময়ূরেশ্বরের পুকুরপাড়া ঘাটে গ্রামবাসী ও ঘাট মালিক অনুগামীদের হাতিহাতি শুরু হয়। ঘাট বন্ধের দাবিতে বহুদিন ধরেই এখানে সরব গ্রামবাসীরা।
নিজস্ব প্রতিবেদন: অবৈধ বালিখাদান ঘিরে ফের অশান্তি বীরভূমে। ময়ূরেশ্বরের পুকুরপাড়া ঘাটে গ্রামবাসী ও ঘাট মালিক অনুগামীদের হাতিহাতি শুরু হয়। ঘাট বন্ধের দাবিতে বহুদিন ধরেই এখানে সরব গ্রামবাসীরা।
আরও পড়ুন : তরুণীর বিবস্ত্র নলিকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের গলসিতে
বালিঘাট নিয়ে ফের ধুন্ধুমার বাধল ময়ূরেশ্বরে। বন্যার স্মৃতি এখনও মুছে যায়নি। মাস দুয়েক আগেই জলের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল জেলার বিভিন্ন অংশ। আর সেই ভয়টাই পুকুর়পাড়া ঘাটের বাসিন্দাদের একজোট করে দিয়েছে। সবাই মিলে রুখে দাড়িয়েছেন বালিঘাটের বিরুদ্ধে। ময়ূরেশ্বরে পুকুরপাড়া ঘাটে একটি বালিঘাট রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কর্মীরা নদীর পাড় কেটে বালি তুলছে।
আরও পড়ুন : চোর সন্দেহে দুই কিশোরকে ধরে বেধড়ক মারধর
এই অভিযোগেই বালিঘাট বন্ধ করতে যান গ্রামবাসীরা। শুরু হয় সংঘর্ষ। আহত দুজনকে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বালিঘাট বন্ধের দাবিতে বেশকিছুক্ষণ ময়ূরেশ্বর-কোটাসুর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। পরে ময়ূরেশ্বর থানার পুলিস এসে পথ অবস্থা আয়ত্তে আনে।