প্রসূতি মৃত্যুতে উত্তাল শিলিগুড়ির নার্সিংহোম, মদ্যপ অবস্থায় অপারেশন করার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক: প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা শিলিগুড়ির হাকিমপাড়ার নার্সিংহোমে। অভিযোগ, মদ্যপ অবস্থায় অপারেশন করেন ডাক্তার! নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতি ও টালবাহানাতেই মৃত্যু হয়েছে প্রসূতির। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।
গতকালই কোচবিহারের শীতলকুচির বাসিন্দা বীণা সাহাকে শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি করানো হয়। দুপুরে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, তখন থেকেই তাঁর অবস্থার অবনতি শুরু হয়। অপারেশনের সময়ই ডাক্তার মদ্যপ ছিলেন। দাবি বীণার পরিবারের। রোগীকে তাঁরা দেখতে চাইলেও বারবার টালবাহানা করা হয় বলে অভিযোগ। শেষপর্যন্ত পরিবারের লোকজনের চাপে পড়ে রাতে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বীকার করে নেয়, প্রসূতির অবস্থা ভাল নেই। তাঁকে অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করা দরকার। সেইমতো তড়িঘড়ি তাঁকে নিয়েও যান বাড়ির লোকজন। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ সকালে মারা যান বীণা সাহা। দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব মৃতার পরিবার।