সেলিম রেজা, ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' (বায়ুর মান সূচক) স্কোর ছিল '৪৪৫'। যা 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের এ তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ২৪৮। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, তার স্কোর ২১৬। পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ২১২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Human Metapneumovirus | HMPV: ভয়ংকর ভাইরাসের ভীতিতে কাঁপছে সবাই! বয়স্ক আর অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার নির্দেশিকা...


প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা 'একিউআই স্কোর' একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তা থেকে তাঁদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা-ও জানায়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-র মধ্যে স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা এলাকাবাসীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
 
ঢাকা-সহ সারা বাংলাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ।


আরও পড়ুন: Bengal Weather Update: পড়শিরাজ্যে 'শীতলদিনের পরিস্থিতি',এখানে কী হবে? ১০ জানুয়ারির পর কি সত্যিই...


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সহ সারা বাংলাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলি কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষ থেকে বাস্তবায়ন করতে হবে। ইটভাটাকেন্দ্রিক বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে এয়ার পিউরিফায়ারের চলতি শুল্ক হ্রাস করে এর ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)