নিজস্ব প্রতিবেদন: যত সময় যাচ্ছে, ততই বেড়ে যাচ্ছে অজয় নদের জল। তবে এখনও পর্যন্ত কোনও জায়গায় বাধ ভাঙার খবর পাওয়া যায়নি। জল বইছে বিপদসীমার তিন ফুট নীচে। জলমগ্ন বর্ধমানের গুসকরা পুরসভার নটি ওয়ার্ড। অজয়ের সঙ্গে পাল্লা দিয়ে জল বেড়েছে কুনুড় নদীর। মঙ্গলকোটের আড়াল, সীতাহাটি, মল্লিকপুর, আটঘড়া, সাগিরা, কোগ্রাম সহ তিরিশ-চল্লিসটি গ্রামের কয়েকশো বিঘা ক্ষেতজমি জলে ভেসে গিয়েছে। জরুরি ভিত্তিতে মঙ্গলকোট ব্লক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নিচু এলাকার মানুষদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলকোটের পাশাপাশি মন্তেশ্বরের শুশুনিয়া, গোপালনগর সহ বেশ কিছু এলাকায় জল। আতঙ্কিত গ্রামের মানুষজন। 


আরও পড়ুন- ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাচ্ছে নিম্নচাপ, স্বস্তি দক্ষিণবঙ্গে