কিরণ মান্না: ৭০ বছর বয়সের বাবার উপর মারধর করে গুণধর ছেলে। এমনকী‌ নিজের বাবাকে মারতে মারতে টেনে হিঁচড়ে মাটিতে ফেলেও দেয়। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। অশীতিপর বাবাকে ধাক্কা দেওয়া, মাটিতে ঠেলে ফেলে দেওয়া বাদ নেই কিছুই। এখানেই শেষ নয়। তারপর মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বাবাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই কীর্তি ঘটিয়েছেন ছেলে সঞ্জয় মিস্ত্রি। ঘটনাটি হলদিয়া পৌরসভার ১১ নম্বার ওয়ার্ড এলাকার। ওই ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ মন্টু মিস্ত্রিকে মারধর করেছে তারই ছেলে সঞ্জয়। ৭০ বছরের মন্টু মিস্ত্রি হলদিয়া রিফাইনারির অবসরপ্রাপ্ত কর্মচারী। বর্তমানে তিনি ছেলের সঙ্গেই থাকেন। গুণধর ছেলে সঞ্জয় হলদিয়ার হিন্দুস্থান ইউনিলিভারে কর্মরত। তারপরও টাকার জন্য বাবার উপর অত্যাচার করে বলে অভিযোগ।


সেই মারধরের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। কীর্তিমান ব্যক্তির এই ভাইরাল ভিডিয়ো দেখে তার বিরুদ্ধে বেশির ভাগ মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। সকলেই অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে পুলিসি ব্যবস্থা নেওয়ার আবেদন করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখন অবসরকালীন জীবন যাপন করেন মন্টু মিস্ত্রি। শনিবারই ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে।


ভিডিয়োটি দেখা যায় সঞ্জয় তার বাবা মন্টু মিস্ত্রিকে গলায় হাতের প্যাঁচ দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে টেনে বাড়ির বাইরে বাইরে বের করার চেষ্টা করে। তাতে বাধা দিতে দেখা যায় এক মহিলা সহ প্রতিবেশীকেও। সেই হাড়হিম দৃশ্য দেখেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)