নিজস্ব প্রতিবেদন : প্রচণ্ড গরমে হাঁসফাঁস থেকে রেহাই পেতে সমুদ্রস্নানের পরিকল্পনা করছেন? দিঘা বা মন্দারমণিতে যাওয়ার কথা ভাবছেন? জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রস্নানের মজা কিন্তু হাতছাড়া হতে পারে আপনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমুদ্র যেন ফুলে ফেঁপে উঠেছে। ১০ থেকে ১৫ ফিট উঁচু ঢেউ উঠছে। প্রবল উঁচু ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়ালে। ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে গার্ডওয়াল সংলগ্ন রাস্তাও। এই পরিস্থিতিতে দিঘা, মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রস্নানে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সমুদ্রের খুব কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। সৈকতে কড়া নজরদারি চালাচ্ছে নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। চলছে মাইকিংও।


আরও পড়ুন, ব্যাঙ্ক ধর্মঘটে হাহাকার রাজ্যজুড়ে এটিএম-এ, মাস পয়লার বেতন নিয়ে আশঙ্কা


তিথি-নক্ষত্রের হিসেব বলছে, মঙ্গলবার পূর্ণিমা ছিল। সেই কারণেই সমুদ্রে এই জলোচ্ছ্বাস বলে জানিয়েছে ওয়াকিবহল মহল। দেখুন, জলোচ্ছ্বাসের ছবি-