নিজস্ব প্রতিবেদন: গ্রেফতার হলেন ভাঙর আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী। ভূবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে ছেতে তাঁকে এদিন গ্রেফতার করেছে বারুইপুর জেলা পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, কলকাতা পুলিসের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে সিপিআইএম(এল) রেডস্টারের এই নেতাকে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই অলীক চক্রবর্তী ভূবনেশ্বরে চলে যান বলে খবর।


প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে পাওয়ার গ্রিডের জন্য জমি দেওয়াকে কেন্দ্র করে আন্দলন শুরু হয়েছে। সরাকরি এই প্রকল্পে জমি দিতে নারাজ এলাকাবাসীদের একাংশ। এই নিয়েই একাধিকবার আন্দোলন চরম আকার ধারণ করেছে। শাসক দলের দাবি, সিপিআইএম(এল) মাওবাদী-সহ বেশ কয়েকটি চরমপন্থী সংগঠন এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। উল্লেখ্য, রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে এই এলাকা থেকে ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভাঙর আন্দোলনের সঙ্গে যুক্তরা। এরা প্রত্যেকেই নির্দল হিসাবে লড়েছিলেন এবং মোট ৫ নির্দল প্রার্থী জয়ও পেয়েছেন।