Udayan Guha: `১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন উদয়ন গুহ`, বিস্ফোরক অভিযোগ ফরওয়ার্ড ব্লকের
জেলা সম্পাদক থাকাকালীন ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন দিনহাটার বিধায়ক তথা বর্তমান তৃণমূল (TMC) নেতা উদয়ন গুহ (Udayan Guha)।
নিজস্ব প্রতিবেদন: জেলা সম্পাদক থাকাকালীন ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন দিনহাটার বিধায়ক তথা বর্তমান তৃণমূল (TMC) নেতা উদয়ন গুহ (Udayan Guha)। বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কোচবিহার ফরোয়ার্ড ব্লকের বর্তমান জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর।
বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন অক্ষয় ঠাকুর। তাঁর পাশে ছিলেন ফরোয়ার্ড ব্লকের নেতা দীপক সরকার এবং দেবাশিস বণিক। অক্ষয় ঠাকুর বলেন, "২০১৫ সালে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্বে ছিলেন উদয়ন গুহ। ওই সময় জেলা থেকে সংগৃহীত সদস্যদের ১৫ লক্ষ টাকা ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে জমা করেননি তিনি। গোটা টাকাটা আত্মসাৎ করে তৃণমূলে যোগ দেন। তখন সমস্ত নথি না থাকায়, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি"
এখানেই শেষ নয়, উদয়ন গুহর (Udayan Guha) বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস দখলেরও অভিযোগ করেছেন তিনি। অক্ষয় ঠাকুর বলেন, "দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় দফতর থাকা সত্ত্বেও, তাঁর বাবা তথা বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহের তৈরি করা পার্টি অফিস দখল করেছে সুপুত্র।"