পুরুলিয়া লোকসভা ফরওয়ার্ড ব্লকের দুর্গ মনে করা হলেও ২০১৪ সালে এই কেন্দ্রটি দখলে রাখে তৃণমূল। ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ মৃগাঙ্ক মাহাতো এবারে ফের তৃণমূলের প্রার্থী। উলটো দিকে বিজেপির হাওয়াও যথেষ্ট বলে মনে করা হচ্ছে। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ায় জোর টক্কর দিতে পারেন ফরওয়ার্ড ব্লকের চার বারের সাংসদ বীর সিং মাহাতো। কংগ্রেসের নেপাল মাহাতোর প্রভাব রয়েছে পুরুলিয়া। তাঁর পিতা দেবেন্দ্রনাথ মাহাতো এই কেন্দ্র থেকে সাংসদ হন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃগাঙ্ক মাহাতো, তৃণমূল কংগ্রেস

বয়স

৫৬ বছর

ঠিকানা

নর্থ লেক রোড, পুরুলিয়া

আয়

মৃগাঙ্ক- ১৬,৮৪,০৩৭  (২০১৭-১৮), স্ত্রী- ৩,০৬,৮৬৫ টাকা (২০১৭-১৮)

মামলা

নেই

হাতে নগদ

মৃগাঙ্ক- ১৫,০০০টাকা, স্ত্রী- ৫০ হাজার টাকা

অস্থাবর সম্পত্তি

মৃগাঙ্ক- প্রায় ৫২ লক্ষ টাকা, স্ত্রী- ১৮.৬৩লক্ষ টাকা

স্থাবর সম্পত্তি

মৃগাঙ্ক- ৪৬.৫০ লক্ষ টাকা, স্ত্রী- ৩৭.৫০ লক্ষ টাকা

ঋণ

মৃগাঙ্ক- ১৭.১৬ লক্ষ টাকা

শিক্ষা

এমবিবিএস

পেশা

চিকিত্সা


 

 


জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি

বয়স

৩৪ বছর

ঠিকানা

পাত্রদিহ, ঝালদা, পুরুলিয়া

আয়

৪২৭৮৮০ টাকা (২০১৮-১৯)

মামলা

একটি

হাতে নগদ

৭৫ হাজার টাকা

অস্থাবর সম্পত্তি

সাড়ে ১০ লক্ষ টাকা

স্থাবর সম্পত্তি

১০ লক্ষ টাকা

ঋণ

নেই

শিক্ষা

আইনে স্নাতক

পেশা

ব্যবসা


 

 


নেপাল মাহাতো,  কংগ্রেস

বয়স

৫৮ বছর

ঠিকানা

ঝালদা, পুরুলিয়া

আয়

নেপাল- ৮,৩২,৭৭০ টাকা (২০১৭-১৮), স্ত্রী- ২,৯৬,৪৩৮ টাকা (২০১৭-১৮)

মামলা

রয়েছে

হাতে নগদ

নেপাল- ৪০ হাজার টাকা, স্ত্রী- ৩০ হাজার টাকা

অস্থাবর সম্পত্তি

নেপাল- ১৯.৬৮লক্ষ টাকা, স্ত্রী- ১৩.৯৩লক্ষ টাকা

স্থাবর সম্পত্তি

নেপাল- ১৪.২০লক্ষ টাকা

ঋণ

নেপাল- ৪,৯৬,৫০০ টাকা, স্ত্রী- ১,১৩,০০০ টাকা

শিক্ষা

বিজ্ঞানে স্নাত্তকোত্তর

পেশা

শিক্ষক


 

 


 


বীর সিং মাহাতো, ফরওয়ার্ড ব্লক

বয়স

৭৩ বছর

ঠিকানা

সরিদিহ, পুরুলিয়া

আয়

বীর- ৭.১৫ লক্ষ টাকা

মামলা

একটি

হাতে নগদ

বীর- ২০ হাজার টাকা, স্ত্রী- ২ হাজার টাকা

অস্থাবর সম্পত্তি

বীর- ৭.৪৫ লক্ষ টাকা, স্ত্রী- ১৯.৯৪ লক্ষ টাকা

স্থাবর সম্পত্তি

বীর- ১.৫১ কোটি টাকা

ঋণ

নেই

শিক্ষা

স্নাতকোত্তর, বিএড

পেশা

সমাজসেবা