শ্রীকান্ত ঠাকুর: আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। শনিবার গভীর রাতে তুমুল উত্তেজনা বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে। মৃত যুবকের নাম আদিত্য মহন্ত। জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যুবকের মৃত্যুকে ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে প্রবল উত্তেজনা ছড়ায় বালুরঘাট হাসপাতালে। শনিবার রাত দশটায় ওই যুবকের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে মেল ওয়ার্ডেই প্রথম বিক্ষোভ শুরু করে দেয় তার পরিবার-পরিজনরা। পরে সেই বিক্ষোভ শুরু হয় হাসপাতালের সামনে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার আদিত্য মহন্তকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বাড়ি শহর লাগোয়া ত্রিনাথ মন্দির পাড়া এলাকায়। আদিত্য দিল্লিতে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন। পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন। পরিবারের অভিযোগ বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। কিন্তু শুক্রবার ও শনিবার সেভাবে তার কোনও চিকিৎসা হয়নি বারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করার দাবি জানালেও তা কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ বরং যে চিকিৎসকের আওতায় চিকিৎসাধীন ছিলেন আদিত্য সেই ডাক্তার মাইতি তার চেম্বার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি হাসপাতালে সেভাবে সময় দেননি। শনিবার রাত দশটা নাগাদ বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন:South 24 Paragana: চলন্ত জিও গাড়িতে ভয়ংকর আগুন! পুড়ে ছাই একাংশ, আশঙ্কাজনক অবস্থায় যাত্রীরা...


মৃতের কাকা পিংকু মহন্ত বলেন, 'নার্স ও চিকিৎসকদের গাফিলতিতেই আমার ভাইপোর মৃত্যু হয়েছে।প্রকৃত তদন্ত ও দোষী চিকিৎসকের শাস্তি দাবি করে আগামীকাল লিখিত অভিযোগ জানাব।' বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকরা অধিকাংশই তাদের চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন হাসপাতালে সময় দেন না হাসপাতালে রোগীদের সঙ্গে ব্যবহার ভালো নয় যে কারণে বারবার এই একই ঘটনা ঘটছে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)