ওয়েব ডেস্ক: অসুস্থ বাবার হুইলচেয়ার ঠেলছে ৩টি শিশু। কারণ হাসপাতাল কর্মীরা কেউ এগিয়ে আসেননি। দাঁড়িয়ে দেখছেন অনেকে, তবে এগিয়ে আসেননি কেউই। এই ছবি জলপাইগুড়ি সদর হাসপাতালের। চব্বিশ ঘণ্টা মারফত খবর পেয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ি সদর হাসপাতাল। পায়ে গুরুতর আঘাত নিয়ে সেখানেই ভর্তি হন শম্ভু রজক। ডাক্তার বলেন এক্সরে করাতে। কিন্তু হাঁটতে পারছেন না রোগী। তাহলে ওয়ার্ড থেকে এক্সরে রুমে যাবেন কি করে? না হুইলচেয়ারও মেলেনি, হাসপাতালের কোনও কর্মীও এগিয়ে আসেননি। দোরে দোরে ঘুরে সাহায্য মেলেনি। সার্জিকাল ওয়ার্ড থেকে এক্সরে রুমের দুরত্ব কম নয়। বাবাকে যে নিয়ে যেতেই হবে। হাসপাতালের কর্মীদের যে কাজটা করা উচিত ছিল, সেটা করে ফেলল তিনটি ছোট্ট শিশু। হুইলচেয়ার জোগাড় করে, নিজেরাই বাবাকে নিয়ে গেল এক্সরে করাতে। আবার বেডে ফিরিয়ে নিয়ে এল তারাই।


হাসপাতাল ভর্তি লোকজন এই দৃশ্য দেখল। তবে এগিয়ে আসেননি কেউই। চব্বিশ ঘণ্টার প্রতিনিধি মারফত খবর পান সুপার। এই ঘটনায় নার্সিং সুপারের জবাব তলব করেছেন তিনি।