নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়া হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার চিকিত্‍সার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পরিবার। বাড়িতে নতুন অতিথি আসবে। এই আশায় একবুক আনন্দ নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু সেই আনন্দ আর রইল না। মৃত্যুর খবর পেল পরিবার। নবজাতকের মৃত্যু হয়েছে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে। চিকিত্সায় গাফিলতির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এরপরই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Modi-র আগমনে গাছ 'কাটা' ঘিরে সরগরম ডানলপ, পাল্টা বৃক্ষরোপণ TMC-র


কাঁকিনাড়ার বাসিন্দা ইশরত পরভিন। রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে। অভিযোগ, সিজারের সময় ডাক্তাররা নবজাতককে অসাবধানে ধরায় ঘাড়ের রগ ছিড়ে যায়। ভেঙে যায় গলার স্ক্রাব। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর  বিক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। 


ঘটনায় হাসপাতালের কোনও প্রতিক্রিয়া মেলেনি। কোলে মৃত শিশু নিয়ে ঠায় বসে অসহায় মা। শেষ বারের মতো আঁকড়ে রেখেছেন তোয়ালেতে মোড়া ছোট্ট নিথর দেহ।