নিজস্ব প্রতিবেদন: আধার কার্ড তৈরির দায়িত্ব রাজ্যের পুরসভাগুলিকে দেওয়া হোক। কেন্দ্রের কাছে এই দাবি জানাতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিচ্ছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই আধার নিয়ে আপত্তি আসছে। একে তো আধার কার্ড তৈরি নিয়ে সমস্যা রয়েইছে। তার উপর, অনেকের আধার কার্ডে নানা রকম ত্রুটিও রয়েছে। সেগুলি সংশোধন করতে গিয়েও সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে। ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী এই নিয়ে অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। তারপরেই রাজ্যবাসীর স্বার্থের কথা ভেবে কেন্দ্রকে অনুরোধ করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।


রাজ্যের এই আর্জিতে কেন্দ্র অনুমতি দিলে পুরসভাগুলিতে আধার কার্ড তৈরির ব্যবস্থা করা হবে। আধার বাবদ যা খরচা হবে সেই পরিমাণ অর্থ রাজ্যকে দিয়ে দেবে কেন্দ্র। মোটের উপর এই বিষয়গুলিই থাকছে স্বরাষ্ট্রসচিবের চিঠিতে।