প্রসেনজিৎ মালাকার: বিশ্বভারতী ও অর্মত্য সেনের জমি বিবাদের শুনানীর দিন পিছিয়ে গেলো সিউড়ি আদালতে। আগামী ৩০ মে শুনানির দিন ধার্য হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিউড়ি জেলা আদালত বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায় এই দিন অনুপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এদিন দুপুর ২টোয় শুনানির কথা ছিল। সেশন জজ উপস্থিত না থাকায় ভারপ্রাপ্ত চতুর্থ জেলা জজ স্মরজিৎ মজুমদারের এজলাসে অমর্ত্য সেনের জমি মামলার শুনানি হওয়ার সিদ্ধান্ত হয়।  


ফলে এদিন কলকাতা থেকে আইনজীবী বা বিচারকরা সঠিক সময়ে হাজির হতে পারেননি বলে আদালত সূত্রের খবর।


আরও পড়ুন: Cyclone Mocha: আসছে দুর্ধর্ষ 'মোকা'! জেনে নিন কফি থেকে কীভাবে তৈরি হয়ে উঠল এই তুফান...


সকাল নটায় শুনানি শুরু হয়। কিন্তু তাতে রাজি ছিলেন না অমর্ত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী। তিনি আপত্তি করেন। অর্মত্য সেনের আইনজীবী আপত্তিকে মান্যতা দেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে মামলার শুনানি পিছিয়ে যায়। পরবর্তী শুনানি চলতি মাসের শেষে।


অন্যদিকে অর্মত্য সেনের আইনজীবী বলেন জুরিডিকশনের ক্ষেত্রে আপনি এই মামলা শুনতে পারবেননা। যেহেতু মামলাটি হাইকোর্টেও চলছে।।


আরও পড়ুন: Chandrakona: পুরসভায় বন্ধ কাজ, বিক্ষোভ সামলাতে আসরে কাউন্সিলররা


পাশাপাশি, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে আপত্তি করে বেশ কিছু নথি বুধবার বিচারকের সামনে পেস করা হয়েছিলো। দু’পক্ষের সাওয়াল জবাব শোনার পর বিচারক স্মরজিৎ মজুমদার আগামী ৩০ মে এই মামলায় পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।


যদিও সরকারি আইনজীবী জানিয়েছেন, যে স্টে অর্ডার দেওয়া হয়েছিলো সেই স্টে অর্ডার বজায় থাকবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)