নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই বাংলায় ফের আসতে পারেন অমিত শাহ (Amit Shah)। তবে একা শাহ নন, আসার কথা নরেন্দ্র মোদীরও (Narendra Modi)। দিন কয়েক আগে রাজ্য নেতৃত্বকে শাহ স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচন পর্যন্ত রাজ্যে নিয়মিত আসবেন।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি সূত্রে খবর, ১২ অথবা ১৪ জানুয়ারি বাংলায় আসার কথা অমিত শাহের (Amit Shah)। হাওড়ার ডোমজুড়ে সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই সভার নিয়ে কৌতূহল তুঙ্গে। মেদিনীপুরে শাহের সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবারও কি তেমন দলবদলের সম্ভাবনা রয়েছে? ওই কেন্দ্রের বিধায়ক রাজ্যের মন্ত্রীর রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এ দিন তিনি স্পষ্ট করেছেন,'দলের সঙ্গে আমার কোনও দূরত্ব নেই। পারিবারিক কারণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে যাইনি। আমি কোন জল্পনা-কল্পনাতে নেই।'


অমিত শাহ ঘুরে যাওয়ার পর সপ্তাহ কাটলেই আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ জানুয়ারি আসার কথা তাঁর। কলকাতায় তাঁর সভা করার কথা। চলতিবছর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী। ইদানীং বাঙালি মনীষীদের নাম শোনা যাচ্ছে মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের গলায়। ফলে মোদীর কলকাতা-সফর তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।    


বিজেপির কেন্দ্রীয় নেতাদের 'বহিরাগত' তকমা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বুধবার কাঁথির সভায় সৌগত রায় বলেন,'এই নির্বাচন বাহারি বনাম বাঙালির লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির প্রতিনিধি।' সূত্রের খবর, তৃণমূল 'বহিরাগত' নিশানায় দমছে না বিজেপি। বরং বাংলায় ঘনঘন আসবেন বলে স্থির করেছেন শাহ-নাড্ডা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন,'শাহ ও নাড্ডা নিয়মিত রাজ্যে আসবেন। এখন দু'দিন থাকছেন। দরকারে এক সপ্তাহ থাকতে পারেন।'


আরও পড়ুন- সব উত্তর দিয়েছি, এর জন্য অমিত শাহকে ধোকলা খাওয়াতে হবে: Mamata