দু`দিনের বাংলা সফরে মায়াপুর, ঠাকুরনগর ঘুরে বেলুড়মঠে Amit Shah
শাহের এবারের সফরে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক হেভিওয়েট ব্যক্তির নাম প্রকাশ্যে এসেছে, যাঁরা শাহের উপস্থিতিতেই গেরুয়া পতাকা হাতে নিতে চলেছেন।
নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনের মুখে কার্যত ফুটছে বাংলা। নীল-সাদা বাড়ি দখলের লড়াই-এ জমি জরিপ করতে দফায় দফায় রাজ্যে আসছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। আজ রাতেই দু'দিনের বঙ্গ সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে খবর, আজ রাত ১১টায় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ।
শনিবার বেলা পৌনে এগারোটা থেকে শুরু হবে তাঁর কর্মসূচি। ইসকন মায়পুরে প্রথম কর্মসূচি সেরেই সোয়া ২টো নাগাদ মধ্যাহ্নভোজ সারবেন তিনি। এরপর দুপুর ২.৫০-৩.৫০ পর্যন্ত ঠাকুরনগরে রয়েছে শাহের পদযাত্রা। বিকেল পৌনে ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সায়েন্স সিটি অডিটোরিয়ামে সোশ্যাল মিডিয়া ভলান্টিয়ারদের নিয়ে বৈঠক সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
আরও পড়ুন: ইমামরা ২৫০০ পাচ্ছে, পুরোহিতরা ১০০০ টাকা? কেন এই বৈষম্য? প্রশ্ন Suvendu-র
শনিবার আর কোনও কর্মসূচি নেই তাঁর। এরপরই ৩১ জানুয়ারি টানটান সিডিউল। রবিবার সকাল এগারোটায় অরবিন্দ ভবনে যাওয়ার কথা অমিত শাহের। সাড়ে এগারোটায় সেখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্য ভারত সেবাশ্রম সংঘ। এরপরই হাওড়ার ডুমুরজলায় মিছিল। এরপর বেলুড়ের এক জুটমিল কর্মচারীর বাড়িতে এদিনের মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। মধ্যাহ্নভোজ সেরেই স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন বেলুড়মঠ দর্শনে। রবিবার সোয়া ৪টের মধ্যে সমস্ত কর্মসূচি সেরে সন্ধে সাড়ে ৭টার বিমানে দিল্লি রওনা দেবেন অমিত শাহ।
তবে শাহের এবারের সফরে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই তৃণমূলের একাধিক হেভিওয়েট ব্যক্তির নাম প্রকাশ্যে এসেছে, যাঁরা শাহের উপস্থিতিতেই গেরুয়া পতাকা হাতে নিতে চলেছেন। প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া-সহ কয়েকটি নাম প্রকাশ্যে এলেও মনে করা হচ্ছে আরও অনেকেই রয়েছেন যাঁরা আগামিকাল দলবদলে চমক দিতে চলেছেন। যদিও তাঁদের প্রত্যেকের নাম নিয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রেখেছে পদ্মশিবির। সবমিলিয়ে টান টান উত্তেজনায় আগামী দু-দিনই নজরে থাকবেন অমিত শাহের কর্মসূচি।