নিজস্ব প্রতিবেদন:  সকাল থেকেই জটিলতা ছিল তুঙ্গে। অবশেষে তা বাতিলই হল। হেলিপ্যাড বিতর্কে বারুইপুরে বাতিল হল বিজেপি সভাপতি অমিত শাহর সভা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




সোমবার রাজ্যে একের পর এক রাজনৈতিক সভায় অংশ নিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বারুইপুর ও রাজারহাটে সভা করার কথা ছিল অমিত শাহের। কিন্তু জমি-জটে বারুইপুরে অমিত শাহর হেলিকপ্টার নামার অনুমতি পায়নি। তার জেরে সভার কয়েক ঘণ্টা আগেই তা বাতিল হল। 


ভোটের মধ্যেই পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত বাঁকুড়ার জেলাশাসক
জানা গিয়েছে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে বারুইপুর এলাকায় যে জমিতে সভা করার কথা ছিল, তার মালিক শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছেন, সেই জমিপ অনুমতি তিনি দিচ্ছেন না। পূর্ত দফতরের তরফে অনুমতি মেলেনি বলে খবর। 
এদিন প্রথমে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সভা করবেন অমিত শাহ। সেখান থেকেই হেলিকপ্টারে বারুইপুরে যাওয়ার কথা ছিল তাঁর।