ভোটের মধ্যেই পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত বাঁকুড়ার জেলাশাসক

বাঁকুড়ার প্রধানমন্ত্রীর সভার অনুমতি দেওয়া নিয়ে উমাশঙ্করের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। মোদীর জন্য করগাহিড় মাঠে সভার অনুমতি চায় বিজেপি।

Updated By: May 13, 2019, 11:11 AM IST
ভোটের মধ্যেই পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত বাঁকুড়ার জেলাশাসক

নিজস্ব প্রতিবেদন: পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। ভোট মিটতেই বাঁকুড়ার জেলাশাসক উমাশঙ্কর এসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় জেলাশাসক হচ্ছেন মুক্তা আর্য। 

 

বাঁকুড়ার প্রধানমন্ত্রীর সভার অনুমতি দেওয়া নিয়ে উমাশঙ্করের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। মোদীর জন্য করগাহিড় মাঠে সভার অনুমতি চায় বিজেপি।

শালবনিতে ভোট পরবর্তী সন্ত্রাস, অস্ত্র নিয়ে হামলা তৃণমূল কর্মীদের ওপর

এই মাঠটি বাঁকুড়া শহরের মধ্যে। কিন্তু অনুমতি দেয়নি জেলাশাসক। তারপর শহর থেকে সাত কিলোমিটার দূরে কমলাডাঙা মাঠে সভা করেন প্রধানমন্ত্রী। সেসময়ই জেলাশাসকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। ভোট মিটতেই তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার দায়িত্ব নেবেন মুক্তা আর্য। 

Tags:
.