Malbazar: রাতের অন্ধকারে ধান খেতে এসে ভোরে পথ হারিয়ে ফেলল বুনো হাতি...
Malbazar: কেউ কেউ হাতি দেখার জন্য গাছের মগডালেও উঠে পড়ছেন। শেষ পর্যন্ত পাওয়া খবর বলছে, একাকী হাতিটি এখন বেতবাড়ি ডিভিশনের ১ নম্বর সেকশন এলাকায় এক ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা এলাকা সন্ত্রস্ত। গোটা এলাকা কৌতূহলীও। দেখা গেল, সকাল থেকে একটি হাতি ঘুরে বেড়াচ্ছে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি ডিভিশন চা-বাগান এলাকায়। আর হাতিটিকে দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ কেউ হাতি দেখার জন্য গাছের মগডালেও উঠে পড়ছেন। শেষ পর্যন্ত পাওয়া খবর বলছে, হাতিটি এখন বেতবাড়ি ডিভিশনের ১ নম্বর সেকশন এলাকায় এক ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: Cyclone Michaung: রাস পূর্ণিমাতেও বৃষ্টি বঙ্গে! কোন পথে আসছে নতুন ঘূর্ণিঝড়?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তারঘেরা জঙ্গল থেকে একদল হাতি এসেছিল ডামডিম এলাকার পশ্চিম ডামডিম-সহ বিভিন্ন ধানখেতে। ভোর ভোর সব হাতি জঙ্গলে চলে গেলেও একটি হাতি পশ্চিম ডামডিম থেকে বেতবাড়ি ডিভিশনের ১ নং সেকশনে কোনও ভাবে আটকে পড়ে।
আর এ খবর চাউর হতেই হাতি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে সংশ্লিষ্ট এলাকায়। কেউ কেউ হাতি দেখার জন্য গাছের মগডালেও উঠে পড়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। হাতিটিকে তারঘেরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন তাঁরা। এদিকে হাতির ভয়ে চা-বাগানে কাজ করতে ভয় পাচ্ছেন শ্রমিকেরা।
ধান পাকতেই এলাকায় প্রায় প্রতিদিনই হাতির উপদ্রব লেগে আছে। এ নিয়ে খুবই চিন্তিত এলাকার মানুষজন। এ নিয়ে বনকর্মীরাও সারারাত ব্যস্ত। হাতি তাড়াতে ঘুম নেই তাঁদের চোখেও। এতদিন খাদ্যের লোভে হাতি শুধুমাত্র জঙ্গল-সংলগ্ন এলাকার ধানক্ষেতেই হানা দিত। এবার তারা জনবহুল এলাকাতেও ঢুকে পড়ছে। ঘটাচ্ছে নানা বিপত্তি। ইতিমধ্যেই কৃষকেরা জমির ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছেন। তবে কিছু ধান এখনও মাঠে পড়ে আছে। সেই সব ধানের লোভেই এবার জনবহুল এলাকায় ঢুকে পড়ছে হাতির দল।
আরও পড়ুন: Malbazar: ফের ট্রেনচালকের তৎপরতায় বাঁচল দাঁতাল! হাতি বাঁচানোয় হাফসেঞ্চুরি রেলের...
গত মঙ্গলবার রাতে এরকমই একটি হাতি ঢুকে পড়ে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ির পূর্ববাড়ি এলাকায়। হাতিটি এলাকার মরহুম দরবেশ কাতেবি সাহের মাজারের কংক্রিটের সীমানাপ্রাচীরও ভেঙে দেয়। সীমানা-প্রাচীরের দেওয়াল ভেঙে ধানক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। কিছু ধান এখনও জমিতে আছে। এবার সেই ধানও খেয়ে নিচ্ছে হাতি। এরপরে হাতিটি দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া হয়ে ফের গরুমারা জঙ্গলে চলে যায়।