Cyclone Michaung: রাস পূর্ণিমাতেও বৃষ্টি বঙ্গে! কোন পথে আসছে নতুন ঘূর্ণিঝড়?

Rain in Rash Purnima:রাস পূর্ণিমার সময়ে কি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে? না, রাসপূর্ণিমার সময়ে হয়তো তেমন কিছু ঘটবে না। তবে ঘূর্ণিঝড় একটা আসছে।

| Nov 25, 2023, 12:30 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস পূর্ণিমার সময়ে কি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে? না, রাসপূর্ণিমার সময়ে হয়তো তেমন কিছু ঘটবে না। তবে ঘূর্ণিঝড় একটা আসছে। রাসপূর্ণিমার তিথি পড়েছে নভেম্বর মাসের শেষ, ২৭ নভেম্বরে। আগামী সোমবার।

1/7

আবহাওয়া-সংকট

তার আগে অর্থাৎ, আজ, শনিবার বা আগামীকাল রবিবার, সেই অর্থে বড় মাপের দুর্যোগের কোনও আশঙ্কা নেই। 

2/7

বড় মাপের দুর্যোগ?

বড় মাপের দুর্যোগের কোনও আশঙ্কা নেই রাসপূর্ণিমার দিন সোমবারেও। 

3/7

বঙ্গোপসাগরে নিম্নচাপ

তবে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে এর মধ্যে একটা নিম্নচাপ তৈরি হতে পারে।  

4/7

ডিসেম্বরের গোড়ায়

তবে সেটা পরের মাস ডিসেম্বরের গোড়ার দিকে। 

5/7

আকাশ মেঘাচ্ছন্ন

ডিসেম্বরের শুরুর সময়টায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। 

6/7

হালকা থেকে মাঝারি বৃষ্টি

খুব বেশি কিছু হলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। ভারী বৃষ্টি হবে না। 

7/7

'মিধিলি'র পরে 'মিচাউং'

আসলে 'মিধিলি'র পরে 'মিগজাউম' বা 'মিচাউং' নামের একটি সাইক্লোন-- যেটি বছরের চতুর্থ ঘূর্ণিঝড়-- আসার পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা নিয়েই যত চিন্তা।