ওয়েব ডেস্ক: বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হল সিউড়ি সদর হাসপাতালের প্রসূতি চিকিত্‍সা কেন্দ্র। দূর দূরান্ত থেকে আসা গর্ভবতী মহিলাদের ফেরাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বে থাকা চিকিত্‍সক ও নার্সরা জানাচ্ছেন হাসপাতালের সুপারের নির্দেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্দেশে বলা হয়েছে, জেলার বিভিন্ন গ্রাম থেকে সরাসরি সদর হাসপাতালে চিকিত্‍সা করাতে পারবেন না প্রসূতিরা। গ্রামীণ হাসপাতালে চিকিত্‍সার পর, গ্রামীণ হাসপাতালের চিকিত্‍সক রেফার করলে তবেই চিকিত্‍স করা হবে সদর হাসপাতালে। সুপারের আচমকা এই নির্দেশে সমস্যায় প্রসূতিরা।


এদিকে, বারাসতে ধৃত ভুয়ো দাঁতের ডাক্তার। ধৃতের নাম সঞ্জিত বসু। রোগীকে প্রেসক্রিপশন লেখার সময় তাকে হাতে নাতে ধরল CID। গোয়েন্দাদের দাবি, জেরার মুখে নিজের দোষ কবুল করেছেন ওই ভুয়ো ডাক্তার। (আরও পড়ুন- অভিভাবকদের স্বস্তি দিয়ে সমতলে ফিরল পাহাড়ের বোর্ডিং স্কুলের পড়ুয়ারা)