পিয়ালি মিত্র ও প্রদ্যুৎ দাস: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ইডির নজরে এবার উত্তরবঙ্গের এক প্রাক্তন বিধায়ক! ইডি সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যেসব নথিপত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা, সেখানেই গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের একটি তালিকা মেলে। বিধায়কের লেটার হেডে লেখা ছিল সেই তালিকা। বিধায়কের লেটার হেডে তালিকা মিলতেই, তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত হয়ে যান যে, চাকরির সুপারিশ করেই পাঠানো হয়েছিল সেই তালিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোন বিধায়কের লেটার হেডে গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের তালিকা?
ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়ি থেকে মেলে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর লেটার প্যাড। সেই লেটার প্যাডে লেখা ছিল এসএসসির গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের নাম। এখন সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীকে। জবাবে বিস্ফোরক অনন্তদেব অধিকারী। তাঁর সাফ স্বীকারোক্তি। সোজাসাপ্টা অনন্তদেব অধিকারী বলেন, 'বিধায়কদের কাছ থেকে পাঁচজনের নামের তালিকা চাওয়া হয়েছিল। আমি পাঁচজনের নাম পাঠিয়েছিলাম। বিধায়কদের লিস্ট পাঠানোর জন্য নির্দেশ ছিল। সেই নির্দেশ মোতাবেক পাঠানো হয়েছে। তবে কেউ-ই চাকরি পেয়েছে বলে আমার জানা নেই।'


অনন্তদেব অধিকারীর এই স্বীকারোক্তি যে পার্থ চট্টোপাধ্য়ায়ের জন্য অস্বস্তি বাড়াল, তা বলাই বাহুল্য। এছাড়াও ২০১৬ সালের আপার প্রাইমারির ক্ষেত্রেও ৪৮ জনের রোল নম্বর পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। যদিও প্রাক্তন বিধায়কের দাবি, এই খবর পুরোপুরি ভিত্তিহীন। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। ইডি সূত্রে খবর, জেরায় সহযোগিতা করছেন অর্পিতা মুখোপাধ্য়ায়। তাঁর কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে পার্থ চট্টোপাধ্যায় সহযোগিতা করছেন না। মন্ত্রী বেশকিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন।


প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যেসব জিনিসপত্র উদ্ধার হয়েছে তার একটি সিজার লিস্ট তৈরি করেছে ইডি। সেখানে দেখা যাচ্ছে, টেট ২০২১ সালের টেটের রিভাইজড ফল রয়েছে। পাওয়া গিয়েছে প্রাইমারি এডুকেশেন দফতরের প্রেসিডেন্টের একটি নোটও। ওইসব নথি খতিয়ে দেখছে ইডি। অন্যদিকে, অর্পিতার ফ্ল্যাটে মিলেছে কালো রঙের একটি ডায়েরি। ৪০ পাতার সেই ডায়েরির উপর লেখা পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য উচ্চশিক্ষা দফতর। সেখানে সাংকেতিক ভাষায় লেখা। এছাড়াও একটি পকেট ডায়েরি ও একটি এগজিকিউটিভ ডায়েরি পাওয়া উদ্ধার হয়েছে। সেখানেও মিলেছে বেশকিছু নাম। মনে করা হচ্ছে, ওইসব নামই হল চাকরিপ্রার্থীদের। তবে তাঁরা আদৌ চাকরি পেয়েছেন কি না, তা খাতিয়ে দেখছেন তদন্তকারীরা।


আরও পড়ুন, Partha Chatterjee, Naktala Udayan Sangha: গ্রেফতার প্রাণপুরুষ পার্থ, নাকতলা উদয়ন সংঘের পুজোর ভবিষ্যৎ কী?


Partha Chatterjee: মোটা টাকায় ভর্তি পড়ুয়ারা, পার্থর স্ত্রীর নামে স্কুলের ভবিষ্যৎ কী? আশঙ্কায় অভিভাবকরা!


Arpita Mukherjee, SSC Scam: টাকা রাখতে বাড়িতে মাটির নীচে বাংকার বানান অর্পিতা! বিস্ফোরক মামী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)