Partha Chatterjee: মোটা টাকায় ভর্তি পড়ুয়ারা, পার্থর স্ত্রীর নামে স্কুলের ভবিষ্যৎ কী? আশঙ্কায় অভিভাবকরা!
Partha Chatterjee Wife: ১৫ বিঘা জায়গার উপর স্কুল। স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী। ইডি তাঁর বাড়িতে গিয়েও বেশকিছু কাগজপত্র ও নথি সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
ই. গোপি: এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়। আর মন্ত্রী গ্রেফতার হতেই আশঙ্কায় পিংলার বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবকরা। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়। তাঁর নামেই পশ্চিম মেদিনীপুরের পিংলার খিরিন্দায় বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল (BCM International School)। এখন পার্থ গ্রেফতার হতেই পিংলায় তাঁর স্ত্রীর নামে তৈরি স্কুলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় অভিভাবকরা! কী হবে স্কুলের ভবিষ্যৎ? কী হবে ওই স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ? উদ্বেগের প্রহর গুনছেন তাঁরা। কোনওভাবেই স্কুল বন্ধ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অভিভাবকরা।
স্ত্রীর স্মৃতিতে পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রাম খিরিন্দায় পার্থ চট্টোপাধ্য়ায় তৈরি করেন পাঁচতারা স্কুল। প্রায় ১৫ বিঘা জায়গার উপর গড়ে উঠেছে এই স্কুল। মোটা টাকা দিয়ে সেখানে ভর্তি করতে হয় ছাত্রছাত্রীদের। নামী সেই ইংরাজি মাধ্যম স্কুলে সন্তানদের ভর্তিও করেন অভিভাবকরা। এখন তাতেই তাঁরা বিপদে পড়েছেন বলে মনে করছেন অভিভাবকরা। কী হবে তাঁদের সন্তানদের ভবিষ্যৎ? বছর কি নষ্ট হবে? ভেবে কূলকিনারা পাচ্ছেন না তাঁরা। শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ২২ কোটি। সেইসঙ্গে বিপুল অঙ্কের সোনার গয়না ও বৈদেশিক মুদ্রা।
তবে তার অনেক আগে থেকেই চর্চায় ছিল পিংলায় খিরিন্দা এলাকায় অবস্থিত এই স্কুল। হালে তৈরি ঝাঁ চকচকে এই ইংরাজি মাধ্যম স্কুলে হেন কোনও জিনিস নেই, যা নেই। একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় ওই স্কুল পরিদর্শনে এসেছিলেন বলেও জানা গিয়েছে। এই স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী। ইডি তাঁর বাড়িতে গিয়েও বেশকিছু কাগজপত্র ও নথি সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
এখন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবর শোনার পর থেকেই স্কুলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন অভিভাবকরা। কারণ ইতিমধ্যেই স্কুলের গেটে তালা ঝুলেছে। তাঁদের বক্তব্য, "দুর্নীতির যেমন তদন্ত হচ্ছে, তদন্ত হোক। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে হঠাৎ করে বন্ধ করা বা এখানে বিক্ষোভ দেখানো, এটা ঠিক নয়। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের স্কুল বা অন্য কার স্কুল, সেটা দেখিনি। আমরা ভালো স্কুল এবং বাচ্চাদের ভালো পড়াশোনার জন্যই এখানে নিয়ে এসেছি।"
Partha Chatterjee In ED: ইডির জেরায় সহযোগিতা করছেন না পার্থ! গুরুত্বপূর্ণ তথ্য দিলেন অর্পিতা