নিজস্ব প্রতিবেদন: আবারও ঘটনাস্থল কলকাতা। ফের করোনায় আক্রান্ত আলিপুরের একটি হাসপাতালের অ্যানাস্থেটিস্ট, এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯। জানা যাচ্ছে রাজ্যে প্রথম এক চিকিৎসক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন। নাইসেড সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একটি নাম করা হাসপাতালের অ্যানেসথেসিস্ট ওই চিকিৎসক। সম্প্রতি দিল্লি থেকে ফিরেছিলেন কলকাতায়। গতরাতে অর্থাৎ শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তাঁর নমুনা পরীক্ষা করা হয় এবং সেই নমুনা পরীক্ষার রিপোর্ট নোবেল করোনা ভাইরাস সংক্রমণের অস্তিত্ব মিলেছে।এই চিকিৎসককে ধরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। সমস্ত নিয়ম মেনে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। 


বিস্তারিত আসছে...