নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষকে 'ভাইরাস' বলে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বলেন,ওঁর মতো ভাইরাস গোটা পশ্চিমবঙ্গে আছে নাকি? তার পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। বলেন, ''ডায়লগবাজি করে লাভ নেই। ভলিউমটা কমেছে খানিকটা। আমার মনে হয় ধীরে ধীরে স্পিকারের কেটে যাবে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন অনুব্রত মণ্ডল বলেন,''আমার নাম না করে বিজেপিতে নিতে বলেছে। আমি বলছি, তুমি তৃণমূলে এসো। আমার বুথের কর্মীর সঙ্গে মেশো। ও ভয়ঙ্কর ভাইরাস। স্যানিটারি-ফ্যানিটারি করে নেওয়া হবে। ডোবার জলে স্নান করিয়ে নেব। ওদের তো গোবরমাখা স্বভাব। গোবর মেখে যাবে।''


অনুব্রতকে পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন,''এর আগেও করেছেন অনেক ডায়লগ দিয়েছেন। কিছু করেননি উনি। বলেছিলেন, ঢাক বাজাবেন। আমি বললাম, ধামসা নিয়ে যাচ্ছি। ঢাকের আওয়াজ শুনিনি। ধামসাও বাজাইনি।'' 


দিলীপবাবু আরও  বলেন, ''ভলিউমটা কমেছে খানিকটা। আমার মনে হয় ধীরে ধীরে স্পিকারের কানেকশন বন্ধ হবে। ডায়লগবাজি করে লাভ নেই। বস্তা বস্তা বোমা উদ্ধার হচ্ছে পার্টি অফিস ও নেতাদের বাড়ি থেকে। বীরভূমবাসী ভয়ের মধ্যে রয়েছেন। পরিত্রাণ চাইছেন। এদের হাত থেকে মুক্তি দেবে বিজেপি।''


আরও পড়ুন- ভোটের আগে উদ্যমী 'দাদার অনুগামী'রা, শুভেন্দুর পর এবার সভা সুশান্ত ঘোষের