ভোটের আগে উদ্যমী 'দাদার অনুগামী'রা, শুভেন্দুর পর এবার সভা সুশান্ত ঘোষের

কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Nov 21, 2020, 09:15 PM IST
ভোটের আগে উদ্যমী 'দাদার অনুগামী'রা, শুভেন্দুর পর এবার সভা সুশান্ত ঘোষের

নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরের প্রথম সপ্তাহে দলের সাসপেনশন উঠছে। এদিকে কেটেছে সুপ্রিম কোর্টের নিষেধজ্ঞা। জেলায় ঢুকতে পারবেন সুশান্ত ঘোষ। গড়বেতায় সভাও করবেন। তবে দলের সঙ্গে যোগ নেই। ঠিক যেমন 'আমরা দাদার অনুগামী' মঞ্চে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে, তেমনই সুশান্তকে দেখা যাবে সমর্থকদের মঞ্চেই।        

কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। জামিন পেলেও আদালতের নির্দেশে জেলায় ঢোকার অনুমতি পাননি। নিজের কেন্দ্র গড়বেতাতেও যেতে পারেননি। সেই নিষেধাজ্ঞা উঠল। ফলে গড়বেতায় যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধাই নেই। আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে পার্টির সাসপেনশনও উঠছে। ভোটের আগে এবার কোমর বেঁধে নামছেন সুশান্ত ঘোষ। তবে তাঁর হয়ে প্রচার শুরু করে দিয়েছেন অনুগামীরাই। পড়েছে পোস্টার। তাতে লেখা,'সত্যের জয় সর্বদা। লড়াই জারি আছে।' আছে ডিজিটাল পোস্টারও। একটা ডিজিটাল পোস্টারে তো দাবি করা হয়েছে,'কর্মীদের দাবি মেনে অবিলম্বে সুশান্ত ঘোষকে দলের সামনের সারিতে আনা হোক।'  

তবে সুশান্ত ঘোষকে নিয়ে উৎসাহ দেখাচ্ছে না জেলা পার্টির অধিকাংশই সদস্যই।  সংযত প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। বলেন, সুশান্ত ঘোষকে ঘিরে আবেগ সংযত। পার্টি যেভাবে বলবে, সেভাবেই চলবে। শাস্তি কথাটা বিভ্রান্তিমূলক। এটা সকলের মিলিত সিদ্ধান্ত। চাপিয়ে দেওয়া নয়।''

আরও পড়ুন- নেত্রীর নির্দেশে গ্রামে গ্রামে 'অভিযান' TMC-র, পুলিস নিয়ে যাবেন: দিলীপ

.