প্রসেনজিত্ মালাকার: অনুব্রত মণ্ডলের গ্রেফতারের সময়ে বীরভূমে তেমন বড় কোনও প্রতিবাদ না হলেও শনিবার বন্ধ করে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। কেন হাট বন্ধ করা হল তা নিয়ে মুখে কুলুপ তৃণমূল নেতাদের। তবে সোনাঝুরি হাট কমিটির তরফে জানানো হয়েছে, যেহেতু তাদের জেলা সভাপতিকে গ্রেফতার করা হয়েছে সেহেতু হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাশাপাশি এই গ্রেফতারের প্রতিবাদে মিছিলও করবেন তারা। হাট কমিটির সদস্য ও প্রাক্তন সম্পাদক সেখ ইউসুফ আলি বলেন, আমাদের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Anubrata Mondal: অনুব্রতর গ্রেফতারি ঘিরে ধোঁয়াশা! 'এখনও অ্যারেস্ট করা হয়নি', দাবি আইনজীবীর


আচমকা এভাবে হাট বন্ধ থাকার কারণে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা ঘুরে যাচ্ছেন নিরাশ হয়েই। কলকাতা থেকে আগত এক পর্যটক  জানান, আমরা হঠাৎ করে আজকে এসে জানতে পেরেছি হাট বন্ধ।। কারণ হিসেবে সকলে বললেন যে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে বলেই বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের বক্তব্য যদি হাট বন্ধই করতে হত তাহলে আগাম নোটিস দিয়ে জানানো উচিত ছিল। সেক্ষেত্রে আমাদেরকে এভাবে ঘুরে যেতে হতো না।


শান্তিনিকেতনে পর্যটকদের অন্যতম একটি আকর্ষণ হল এই সোনাঝুরি হাট। বন্ধ থাকার খবর আগেভাগে না পেয়ে শনিবার হাটে এসেছিলেন বহু পর্যটক ও চোট ব্যবসায়ী। প্রতি শনি ও রবিবার হাটে প্রচুর মানুষের সমাগম হয়। ফলে তাঁরা আজ হতাশ হয়ে ফিরেছেন। পাশাপাশি যারা ব্যবসা করেন তাঁরা বিপাকে পড়ে গিয়েছেন। একদিন ব্যবসা বন্ধ মানে অনেক ক্ষতি। অনুপম হাজরা সহ বিরোধী নেতারা প্রশ্ন তুলছেন,হঠাত্ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। অনুব্রত মণ্ডল গ্রেফতারের সঙ্গে হাট বন্ধ রাখার কী সম্পর্ক? এনিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতারা মুখ খুলছেন না।


এনিয়ে অনুপম হাজরা এক ফেসবুক পোস্টে লিখেছেন, গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে আজ বোলপুরে টিএমসির মিছিল। তাই শান্তিনিকেতনে সোনাঝুরির হাট আজ বন্ধ করে দেওয়া হল। অর্থাত্ আবার গরিব মানুষগুলোর পেটে লাথি! একদিনের কেনাবেচা বন্ধ!


এদিকে, বর্তমানে নিজাম প্যালেসে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে সিবিআই সূত্রে খবর, অনুব্রতর সম্পত্তির খোঁজ খবর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে তদন্ত সংস্থাকে। বহু নথিপত্র ঘেঁটেও নাকি অনুব্রত বেশি সম্পত্তির হদিশ মিলছে না। ফলে তদন্তকারীরা মনে করছেন তার যা সম্পত্তি রয়েছে তার অধিকাংশই বেনামে। তারই প্রমাণ জোগাড় করছেন তদন্তকারীরা। বোলপুরে যে বাড়িটি অনুব্রতর রয়েছে তা তাঁর পৈত্রিক সম্পত্তি। তাহলে তাঁর স্ত্রীর চিকিত্সায় যে বিপুল টাকা খরচ হয়েছে সেই টাকা তিনি পেলেন কোথা থেকে। ২০২০ সালের জানুয়ারি মাসে অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিত্সার ওই টাকা কি অনুব্রতকে কেউ দিয়ে সাহায্য করেছিল? তারই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)