Anubrata Mandal Gets Bail: শিবঠাকুরের মামলায় জামিন অনুব্রতর, এবার তিহাড় যাত্রা শুধু সময়ের অপেক্ষা?
রাজ্য পুলিস অনুব্রতকে হেফাজতে নেওয়ার ফলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া ধাক্কা খেয়েছিল। এবার কি সেই সম্ভাবনা আরও প্রবল হয়ে গেল? এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিচ্ছে
প্রসেনজিত্ মালাকার: গোরুপাচার মামলায় দিল্লি নিয়ে যাওয়া খাঁড়া মাথায় ঝুললেও শিবঠাকুর মণ্ডল মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শিবঠাকুরকে খুনের চেষ্টার মামলায় দিন আগে অনুব্রতকে তোলা হয় দুবরাজপুর আদালতে। সেখানে তাকে ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়। দুবরাজপুর থানাতেই গত ৭ দিন পুলিস হেফাজতে ছিলেন অনুব্রত।
আরও পড়ুন-পাশের রাজ্যেই কোভিড-বিস্ফোরণ! পশ্চিমবঙ্গ কি আদৌ নিরাপদ?
সাত দিনের পুলিস হেফাজত শেষে আজ অনুব্রত মণ্ডলকে তোলা হয় দুবরাজপুর আদালতে। সেখানেই অনুব্রতর জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারক। রাজ্য পুলিস অনুব্রতকে হেফাজতে নেওয়ার ফলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া ধাক্কা খেয়েছিল। এবার কি সেই সম্ভাবনা আরও প্রবল হয়ে গেল? এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।
উল্লেখ্য, গোরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের আদালতে আবেদন করে ইডি। সেই আবেদনের ভিত্তিতে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে অনুমতি দেয়। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অনুব্রত। তাঁর আইনজীবী কপিল সিব্বলের সওয়ালের পর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার রায়ের উপরে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। আগামী ৯ জানুয়ারি ওই মামলা ফের শুনানি হবে। এখন শিবঠাকুর মণ্ডলের করা মামলায় জামিন পেয়ে যাওয়ার পর ইডি সামনে এখন আইনি বাধা আরও দুর্বল হয়ে গেল।
দুবরাজপুর আদালতে আজ সরকারি আইনজীবী একের পর এক যুক্তি দিয়ে অনুব্রতকে আরও ৭ দিন পুলিস হেফাজতে রাখার আবেদন করেন। এদিন তিনি সওয়াল করেন পুলিসের কাছে মুখ খোলেননি অনুব্রত। তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় আরও অনেক নথির প্রয়োজন। অন্যদিকে, খুব ছোট করে মাত্র দু-একটি কথায় অনুব্রতর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। এর পাশাপাশি তদন্তকারী অফিসার বলেন, শিবঠাকুর মণ্ডলকে হেনস্থার দিন অনুব্রতর সঙ্গে একজন নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁকে চিহ্নিত করার জন্য অনুব্রতর মুখ খোলা প্রয়োজন। তার জন্য আরও ৭ দিন পুলিস হেফাজতের প্রয়োজন। ওইসব কথা শোনার পরে বিচারক অনুব্রতকে ২ হাজার টাকা বন্ডে জামিন দিয়ে দেন। এখন তাঁকে আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হবে নাকি অন্য কোথায় তা আইনি বিষয়।