Anubrata Mandal: `স্ট্যামিনা আছে`, হঠাত্ রাজ্য বিজেপি সভাপতির প্রশংসা অনুব্রতর মুখে
খয়রাশোল এলাকার ১৫০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন অনুব্রত
নিজস্ব প্রতিবেদন: দলের অনুষ্ঠানে এসে রাজ্য বিজেপি সভাপতির প্রশংসা অনুব্রত মণ্ডলের মুখে। সুকান্ত মজুমদারকে ভালো ছেলে বলে উল্লেখ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।
শনিবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক কর্মসূচিতে অংশ নেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। ওই অনুষ্ঠানে খয়রাশোল এলাকার ১৫০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন অনুব্রত। বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে অনুব্রত বলেন, আপাতত দেড়শো জন তৃণমূলে যোগ দিলেন। আরও আড়াই হাজার জনের নাম রয়েছে। তারা পরে জয়েন করবেন।
এদিন বিরোধী দল সম্পর্কে বলতে গিয়ে অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar ) সুনাম। এদিন অনুব্রত মণ্ডল বলেন, শরীর খারাপ আছে শরীর ভালো থাকলে শিলিগুড়ির ভোটের(Siliguri Municipal Election 2022) প্রচারে যাব। রাজ্য বিজেপিতে তো এখন খেয়োখেয়ি চলছে। তবে মানতে হবে রাজ্য বিজেপি সভাপতির নাম আছে, ভালো লোক। স্ট্যামিনা আছে। একের পর এক, ধরাধড় ফেলে দিচ্ছে।
আরও পড়ুন-মায়ের পরকীয়ার জের! মর্মান্তিক পরিণতি ৭ বছরের শিশুর
লোকপুরে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। কয়লা চুরি রুখতে গতকাল ওই এলাকায় পুলিসি অভিযানে গেলে পুলিসের গাড়ি ভাঙচুর করে দুস্কৃতীরা। বোমা গুলি চলে বলে অভিযোগ। এরপরেই আজ এই বিষয়ে মন্তব্য করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন,“লোকপুর নিয়ে আমার কাছে কেউ কোন সুপারিশ করবেন না। পুলিস রেইড করবে, ধরবে। পুলিসের গাড়ি ভাঙচুর করবে। কয়লা চুরি করবে এটা মানব না। দলের লোক যারা আছো তারা সুপারিশ করতে আসবে না। তাদের সাহস কী করে হয় ৪০ ডাম্পার কয়লা চুরি করারা! পুলিসের গাড়ি ভাঙচুর করার! এটা মানবো না।