নিজস্ব প্রতিবেদন: নানুরে দাঁড়িয়ে এবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বার্তা অনুব্রত মণ্ডলের। “থালার উপর রাগ করে মাটি তে ভাত খাবেন কেন,” সভায় বললেন  কেষ্ট।  নানুরের জনসভায় লোক কম হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে মার, প্রতিবাদে বিক্ষোভ ছাত্রছাত্রীদের


অনুব্রত মণ্ডল সভামঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং নানুর বিধানসভার পর্যবেক্ষক মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে জানতে চান, কেন প্রত্যাশা মতো লোক হয়নি।


আরও পড়ুন- কেষ্টর ভোকাল টনিক আর দুরন্ত গতিতেই ভরসা দলের, বাড়ছে আরও সাংগঠনিক দায়িত্ব


অনুব্রত মণ্ডল এই জনসভা থেকেই নানুরের তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়ে তা মিটিয়ে নিতে বললেন। কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা দূরে সরিয়ে রেখে দলকে ভালোবাসতে বলেন তিনি। এমনকি পঞ্চায়েতে কোনও দুর্নীতি হলেও তাঁকে জানাতে বলছেন তিনি। এবং প্রয়োজনে পুলিসকেও অভিযোগ জানাতে বলছেন।  তখনই ভিড় থেকে এক ব্যক্তি অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ জানান, যে তাঁদের গ্রামে পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সরকারি বাড়ি নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল নানুর ব্লকের সভাপতি সুব্রত ভট্টাচার্যকে ডেকে বিষয়টি জেনে নিয়ে বলেন যে ওই বাড়িটি ভুল করে দিয়ে ফেলা হয়েছে। বিডিওর সঙ্গে কথা বলে বিষয়টি দেখে নেওয়া হচ্ছে।