নিজস্ব প্রতিবেদন: অরাজনৈতিক সভা করছেন শুভেন্দু। নেই দলীয় পতাকা। তাহলে কি তৃণমূল ছাড়ছেন রাজ্যের পরিবহণমন্ত্রী? বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ব্যাখ্যা,''আমিও অনেক সময় ফ্ল্যাগ ছাড়া মিটিং করি। ও তো বলেনি, বিজেপি যাচ্ছে। এটা আমাদের কৌশল হতে পারে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার বীরভূমের লাভপুরে বুথভিত্তিক কর্মিসভায় সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন,''এখনও তো বিজেপিতে যাওয়ার কথা বলেনি সে। এখনও সে আমার দলেই রয়েছে। এখনই আমি ওকে নিয়ে কেন কথা বলব? ও এখনও বিজেপিতে যায়নি। বিজেপি করার কথাও বলেনি। অনেক সময় আমি নিজেও দলীয় ব্যানার ছাড়া মিটিং করি। এটা আমাদের কৌশল হতে পারে। কেনও খারাপ কথা বলব?'' 


বিহারের বিধানসভা ভোটে মুসলিম ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছে আসাউদ্দিন ওয়াইসির দলের বিরুদ্ধে। বাংলাতেও প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন আসাউদ্দিন। এনিয়ে অনুব্রত বলেন,''মিম সম্পর্কে সবাই জানে। তারা ৩৬টি মুসলিম আসন নষ্ট করেছে। ও বলে মুসলিমের বন্ধু। কিন্তু তা নয়। আসলে বিজেপির দালাল। তাই বলব আর মিম-কে কেউ বিশ্বাস করে না৷ যারা পয়সার বিনিময়ে দালালি করে তারা ভরসাযোগ্য নয়। বাংলার হিন্দু-মুসলিম সকলেই সচেতন।'' 


বিহারে এনডিএ ফিরলেও বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেও মনে করেন অনুব্রত। তাঁর কথায়,''এখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন। বিজেপি দাঁত ফোটাতে পারবে না।''


আরও পড়ুন- শুভেন্দু ও রাজীব-সহ ৪ মন্ত্রী গরহাজির নবান্নে মন্ত্রিসভার বৈঠকে