নিজস্ব প্রতিবেদন: বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে বহিষ্কার করল তৃণমূল। একই দিনে ২ দলীয় সাংসদকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।  বুধবারই সৌমিত্র খাঁকেও বহিষ্কার করে দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাংসদ সৌমিত্র খাঁ


অনুপম হাজরার নানা কাজে এর আগে বিতর্ক তৈরি হয়েছিল।  দলের তরফে তাঁকে শোকজও করা হয়। এরপর থেকে ফেসবুকে বিতর্কিত পোস্ট করা থেকে বিরত থাকেন তিনি। তরুণ এই সাংসদের একাধিক কাজকর্ম দল এর আগেও কড়া অবস্থান নিয়েছিল।



বুধবার অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন তৃণমূলনেতা পার্থ চট্টোপাধ্যায়।  তিনি বলেন, “
দলবিরোধী কাজ করেছে অনুপম। সৌমিত্র খাঁকে দল থেকে সরিয়ে দিয়েছি। দলের কোনও কাজকর্মের সঙ্গে তাঁর আর কোনও যোগ নেই। অনুপমকেও বহিষ্কার করা হল।”


সৌমিত্র খাঁ-র বহিষ্কারের খবর পেয়ে একটি টুইট করেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। তিনি লেখেন...



বিজেপিতে যোগ দেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে সাংসদ অনুপম হাজরা বলেন, "উত্তর সময় বলবে।"