নিজস্ব প্রতিবেদন : ফের বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন পানিহাটি পুরসভার গেটের সামনে বিজেপির 'আর নয় কর্মসূচি'তে যোগ দেন অর্জুন সিং। সেখানেই শুভেন্দু প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারী দল ছাড়লে, তৃণমূল সরকার ভোটের আগেই ভেঙে যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্জুন সিং বলেন, "শুভেন্দু বিজেপিতে আসবে কিনা, তা এখন জানি না। তবে বলব, শুভেন্দু তৃণমূল ছাড়লে সরকার পড়ে যাবে। শুভেন্দু জননেতা। তাই ওর জন্য দল টিকে আছে। শুভেন্দু দল ছাড়লে, ভোটের আগেই সরকার পড়ে যাবে।" একইসঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি আরও দাবি করেন, "মুখ্যমন্ত্রী এত লাফালাফি করছেন। ব্যারাকপুর নিয়ে বেশি মাতামাতি করছেন। উনি ব্যারাকপুর কেন, ভবানীপুরে দাঁড়ালে সেখানেও হেরে যাবেন।"


পাশাপাশি এদিন বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় পানিহাটির বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের দিকে অভিযোগের আঙুল তোলেন অর্জুন সিং। দাবি করেন, মণীশ শুক্লা খুনে নির্মল ঘোষ জড়িত। যার জবাবে পাল্টা মুখ খুলেছেন নির্মল ঘোষও। অভিযোগ উড়িয়ে দিয়ে নির্মল ঘোষের পাল্টা অভিযোগ, "মণীশ শুক্লা খুনের ঘটনায় অর্জুন সিং নিজেই জড়িত।" একইসঙ্গে একুশে বিজেপি গোহারা হারবে বলেও দাবি করেন তিনি।


আরও পড়ুন, পূর্ব মেদিনীপুরে ব্লক সভাপতি পদে ব্যাপক রদবদল তৃণমূলের