নিজস্ব প্রতিবেদন: মনীশ খুনের ঘটনায় সাংবাদিক সন্মেলন করে দুই বিধায়কের নামে অভিযোগ তুললেন সাংসদ অর্জুন সিং। বাদ গেল না ব্যারাকপুরের শীল ভদ্র দত্তের নামও। সাংসদ অর্জুন সিং বলেন মনীশ খুনের দিন দুয়েক আগে থেকেই রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিতে থাকেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্জুন সিং বলেন," খুনের আগের দিন উধাও হয়ে যান শীল ভদ্র দত্ত। তারপর থেকে তার মোবাইলের সুইচ অফ। তিনি মনীশ শুক্লার খুনের ঘটনা জানতেন বলে তিনি প্রতিবাদ করতে পারেন নি। তাই তিনি উধাও হয়ে গিয়েছেন"।


আরও পড়ুন: "পাগড়ি টেনে খুলেছে, গোল টুপি থাকলে পারত না": দিলীপ ঘোষ


এছাড়াও তিনি সি,আই,ডির হোয়াটসঅ্যাপে গোপন কথাবার্তা তুলে ধরেন। তার অভিযোগ সি,আই,ডি তাঁকে ফাঁসাবার চেস্টা করছিল সেটা তার প্রমাণ।


একইসঙ্গে তিনি মনীশ খুনের ঘটনায় মুখ্যসচেতক নির্মল ঘোষের নামেও অভিযোগ করেন। তার মদতেই এই খুন হয়েছে বলে সুর চড়ায় অর্জুন সিং।