Asansol : ঘরের ভিতর সুড়ঙ্গ কেটে অস্ত্র কারখানা, আটক ২ মহিলা
বাইরে থেকে দেখলে আগ্নেয়াস্ত্র তৈরির এই কারখানাটিকে সেপটিক ট্যাঙ্ক বলেই মনে হচ্ছিল।
নিজস্ব প্রতিবেদন : ফের বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের হীরাপুর থানার অন্তর্গত আজাদ নগরের নয়াবস্তি এলাকায় এই আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ পায় হীরাপুর থানার পুলিস। ইতিমধ্য়েই এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
কমিশনারেট ডিসি পশ্চিম অভিষেক মুদি জানিয়েছেন, মহম্মদ জাবেদের ঘরেই চলছিল এই অস্ত্র কারখানা। বাড়ির ভিতরে একটি বড় গর্ত করে তার ভিতর সুড়ঙ্গ কেটে অস্ত্র কারখানাটি তৈরি করেছিল মহম্মদ জাবেদ। বাইরে থেকে দেখলে আগ্নেয়াস্ত্র তৈরির এই কারখানাটিকে সেপটিক ট্যাঙ্ক বলেই মনে হচ্ছিল।
আরও পড়ুন, Tathagata Roy : শমীক-দিলীপের উল্টোপথে হেঁটে অনুপমের বক্তব্যকে সমর্থন তথাগতর
ঘর থেকেই জাবেদের স্ত্রী ও এক মহিলাকে আটক করেছে পুলিস। একইসঙ্গে কারখানা থেকে নির্মীয়মাণ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।